বিগ বস ১১’র জয়ী হলেন শিল্পা শিন্ডে
ওয়াইল্ড কার্ড এন্ট্রি শিল্পা শিন্ডেই হাসলেন শেষ হাসিটা৷ বিগ বস ১১র জয়ী হলেন শিল্পা৷ ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী পেলেন বিজেতা ট্রফি৷ একই সঙ্গে বাড়ি নিয়ে যাচ্ছেন ৪৪ লক্ষ টাকা৷
বিগ বস ১১’র শুরু থেকে ছিলেন শিল্পা৷ সিসনের মাঝে বাড়ির অন্যান্য সদস্যদের ভোটে বেড়িয়ে আসতে হয় তাঁকে৷ কিন্তু এরপর ওয়াইল্ড কার্ড নিয়ে ফিরে আসেন বিগ বসের বাড়িতে৷ গোটা সিজনে বিকাশ গুপ্তার সঙ্গে তার ‘দা-কুমড়া’ সম্পর্ক ছিল সবার চর্চ্চার বিষয়৷
বিগ বসের বাড়িতে ঝগড়া, চেঁচামেচি, কিচেন পলিটিক্স, হাই মেলোড্রামা থাকবে না এটা হতে পারে না৷ শিল্পাকে নিয়েও কম বিতর্ক হয়নি৷ প্রথমে বিকাশ গুপ্তার সঙ্গে তার ঝগড়া আলোড়ন ফেলে দেয়৷ এরপর সারাক্ষণ রান্নাঘরে পরে থাকার এবং তাঁর অস্বাস্থ্যকর স্বভাবের জন্য বিগ বসের ঘরে কম ঝড় ওঠেনি৷ গত এক বছরের মতো সময় ধরে শিল্পার হাতে কোন কাজ নেই৷ বিগ বসে আসার পর অনেক অভিনেতা অভিনেত্রীর ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে৷ এবার দেখার পালা শিল্পার ক্ষেত্রে কতটা খাটে বিগ বসের প্রভাব৷
Post a Comment